ঢাকাসোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

৬৮৭ করে ইনিংস ঘোষণা ভারতের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:০৪ পিএম


loading/img

বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৬৮৭ রানের পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করলো ভারত।

বিজ্ঞাপন

হায়দরাবাদে ঐতিহাসিক টেস্টে প্রথম দিনের মতো এদিনও রানআউট, স্ট্যাম্পিং ও ক্যাচ মিসের খেসারত দিয়ে একরকম রানের পাহাড়েই চাপা পড়েছে টাইগাররা। তবে আলোচনার পাহাড়ের চূড়ায় কিন্তু ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি টানা ৪ সিরিজে ৪টি ডাবল সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব গড়েছেন।

প্রথম দিনের ৩৫৬ রান নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন বিরাট কোহলি-আজিঙ্কা রাহানে। ব্যক্তিগত ৬২ রানে কামরুল ইসলাম রাব্বির বলে সীমানায় ক্যাচ দেয়া রাহানেকে জীবন দেন টাইগার দলের সেরা ফিল্ডার সাব্বির। তবে তাইজুল ইসলামের বলে শর্ট কাভারে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ক্যাচে পরিণত হন তিনি।

বিজ্ঞাপন

রাহানের বিদায়ের পর জীবন পান কোহলিও। ব্যক্তিগত ১৮০ রানে অফস্পিনার মিরাজের বলে পরাস্ত কোহলিকে এলবিডব্লিউ দেন অ্যাম্পায়ার। কিন্তু পরে ডিআরএসে দেখা যায়, বল বেশি টার্ন করে লেগ স্ট্যাম্পের বাইরে বের হয়ে যাচ্ছিল।

কোহলির জীবন পাবার ঠিক পরের ওভারে আবার ভাগ্য বিপর্যয় বাংলাদেশের। এবার অধিনায়ক মুশফিকের ব্যর্থতায় বেঁচে যান ভারত উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

লাঞ্চের পর পরই ভারতীয় দলের অধিনায়ক ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নেন। এতে ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা ৪ সিরিজে ৪টি ডাবল সেঞ্চুরি করেন তিনি। তবে ডাবল সেঞ্চুরির পরে খুব বেশি সময় মাঠে থাকতে পারেননি মাস্টার ব্যাটসম্যান। ব্যক্তিগত ২০৪ রানে তাইজুলের বলে এলবিডব্লিউ হন তিনি।

বিজ্ঞাপন

এরপর রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ৭৪ রানের জুটি গড়েন ঋদ্ধিমান সাহা। ব্যক্তিগত ৩৪ রানে মিরাজের বলে সৌম্যকে ক্যাচ দিয়ে আউট হন অশ্বিন। তিনি ভালো কিছু করতে না পারলেও ঋদ্ধিমান ঠিকই তুলে নেন সেঞ্চুরি। আর রবীন্দ্র জাদেজা ৬০ রানে অপরাজিত থাকেন। 

কোহলির ডাবল সেঞ্চুরি, ঋদ্ধিমানের সেঞ্চুরি ছাড়াও প্রথম দিন আউট হবার আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুরালি বিজয়।

ভারতের ৬ উইকেটের ৩টি তাইজুল, ২টি মিরাজ ও ১টি তাসকিন আহমেদ শিকার করেছেন।

কে/ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |